Skip to main content
bismillah

وَيْلٌ
দুর্ভোগ
لِّكُلِّ
প্রত্যেকের
هُمَزَةٍ
সামনে নিন্দাকারীর
لُّمَزَةٍ
পিছনে দোষ প্রচারকারীর

দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,

ব্যাখ্যা

ٱلَّذِى
যে
جَمَعَ
জমা করেছে
مَالًا
অর্থ
وَعَدَّدَهُۥ
এবং তা বারবার গণনা করে রেখেছে

যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,

ব্যাখ্যা

يَحْسَبُ
সে ধারণা করে
أَنَّ
যে
مَالَهُۥٓ
তার অর্থ
أَخْلَدَهُۥ
তাকে অমর করবে

সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,

ব্যাখ্যা

كَلَّاۖ
কখনও না
لَيُنۢبَذَنَّ
সে নিক্ষিপ্ত হবে অবশ্যই
فِى
মধ্যে
ٱلْحُطَمَةِ
বিচূর্ণকারী স্থানের

কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,

ব্যাখ্যা

وَمَآ
এবং কি
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি
ٱلْحُطَمَةُ
বিচূর্ণকারী স্থান

তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?

ব্যাখ্যা

نَارُ
আগুন
ٱللَّهِ
আল্লাহর
ٱلْمُوقَدَةُ
প্রজ্জ্বলিত

তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,

ব্যাখ্যা

ٱلَّتِى
যা
تَطَّلِعُ
পৌঁছে যাবে
عَلَى
উপর
ٱلْأَفْـِٔدَةِ
অন্তরসমূহের

যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

ব্যাখ্যা

إِنَّهَا
নিশ্চয়ই তা
عَلَيْهِم
তাদের উপর
مُّؤْصَدَةٌ
অবরুদ্ধ করে দেয়া হবে

তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,

ব্যাখ্যা

فِى
মধ্যে
عَمَدٍ
স্তম্ভসমূহের
مُّمَدَّدَةٍۭ
দীর্ঘায়িত

(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
হুমাযাহ
القرآن الكريم:الهمزة
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Humazah
সূরা না:104
আয়াত:9
মোট শব্দ:30
মোট অক্ষর:130
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:32
শ্লোক থেকে শুরু:6179