Skip to main content

ٱلَّذِينَ
যারা (এমন যে)
هُمْ
তারা
فِى
মধ্যে আছে
غَمْرَةٍ
মূর্খতার
سَاهُونَ
উদাসীন হয়ে

যারা অজ্ঞতা ও উদাসীনতার মধ্যে রয়েছে।

ব্যাখ্যা

يَسْـَٔلُونَ
তারা প্রশ্ন করে
أَيَّانَ
"কখন (হবে)
يَوْمُ
দিবস
ٱلدِّينِ
কর্মফলের"

তারা জিজ্ঞেস করে- ‘প্রতিফল দিবস কবে হবে?’

ব্যাখ্যা

يَوْمَ
(সেদিন হবে) যেদিন
هُمْ
তাদেরকে
عَلَى
উপর
ٱلنَّارِ
আগুনের
يُفْتَنُونَ
শাস্তি দেওয়া হবে

(তা হবে সেদিন) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে।

ব্যাখ্যা

ذُوقُوا۟
"(বলা হবে) তোমরা স্বাদ নাও
فِتْنَتَكُمْ
তোমাদের বিপর্যয়ের
هَٰذَا
এটা
ٱلَّذِى
(সেই জিনিস) যা
كُنتُم
তোমরা ছিলে
بِهِۦ
সেটাকে
تَسْتَعْجِلُونَ
তাড়াতাড়ি চাইতে"

(তাদেরকে বলা হবে) তোমরা তোমাদের (কৃতকর্মের) শাস্তি ভোগ কর, এটা হচ্ছে তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
ٱلْمُتَّقِينَ
মুত্তাকীরা
فِى
(থাকবে) মধ্যে
جَنَّٰتٍ
জান্নাতের
وَعُيُونٍ
ও ঝর্ণাধারাসমূহের

মুত্তাকীরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে।

ব্যাখ্যা

ءَاخِذِينَ
গ্রহণকারী হয়ে
مَآ
যা
ءَاتَىٰهُمْ
তাদেরকে দিবেন
رَبُّهُمْۚ
তাদের রব
إِنَّهُمْ
তারা নিশ্চয়ই
كَانُوا۟
ছিল
قَبْلَ
পূর্বে
ذَٰلِكَ
এর
مُحْسِنِينَ
সত্কর্মশীল লোক

তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন তা তারা ভোগ করবে, কারণ তারা পূর্বে (দুনিয়ার জীবনে) ছিল সৎকর্মশীল,

ব্যাখ্যা

كَانُوا۟
তারা ছিল (এমন যে)
قَلِيلًا
সামান্য (অংশ)
مِّنَ
কিছু অংশ
ٱلَّيْلِ
রাতের
مَا
যাতে
يَهْجَعُونَ
তারা নিদ্রা যেত

তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত।

ব্যাখ্যা

وَبِٱلْأَسْحَارِ
এবং রাতের শেষ প্রহরে
هُمْ
তারা
يَسْتَغْفِرُونَ
ক্ষমা প্রার্থনা করত

আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।

ব্যাখ্যা

وَفِىٓ
এবং মধ্যে (আছে)
أَمْوَٰلِهِمْ
তাদের সম্পদ সমূহের
حَقٌّ
অধিকার
لِّلسَّآئِلِ
প্রার্থনাকারীর জন্যে
وَٱلْمَحْرُومِ
ও বঞ্চিতের

এবং তাদের ধন-মালে আছে যাঞ্ঝাকারী ও বঞ্চিতদের অধিকার (যা তারা আদায় করত)।

ব্যাখ্যা

وَفِى
এবং মধ্যে (আছে)
ٱلْأَرْضِ
পৃথিবীর
ءَايَٰتٌ
নিদর্শন সমূহ
لِّلْمُوقِنِينَ
দৃঢ় বিশ্বাসীদের জন্যে

নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন,

ব্যাখ্যা