Skip to main content

وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
ٱلنَّهَارَ
দিনকে
مَعَاشًا
জীবিকা অর্জনের সময়

আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।

ব্যাখ্যা

وَبَنَيْنَا
এবং আমরা নির্মাণ করেছি
فَوْقَكُمْ
তোমাদের উপর
سَبْعًا
সাত
شِدَادًا
সুদৃঢ় (আকাশ)

আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।

ব্যাখ্যা

وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
سِرَاجًا
প্রদীপ (সূর্য)
وَهَّاجًا
উজ্জ্বল

এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।

ব্যাখ্যা

وَأَنزَلْنَا
আমরা বর্ষণ করেছি
مِنَ
হতে
ٱلْمُعْصِرَٰتِ
মেঘমালা
مَآءً
পানি
ثَجَّاجًا
মুষলধারে

আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,

ব্যাখ্যা

لِّنُخْرِجَ
এজন্য যে আমরা বের করব
بِهِۦ
তা দিয়ে
حَبًّا
শস্য
وَنَبَاتًا
ও উদ্ভিদ

যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,

ব্যাখ্যা

وَجَنَّٰتٍ
এবং বাগিচাসমূহ
أَلْفَافًا
ঘনসন্নিবিষ্ট

আর ঘন উদ্যান।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
يَوْمَ
দিন
ٱلْفَصْلِ
বিচারের
كَانَ
আছে
مِيقَٰتًا
নির্দিষ্ট

নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
يُنفَخُ
ফুঁ দেওয়া হবে
فِى
মধ্যে
ٱلصُّورِ
শিঙ্গার
فَتَأْتُونَ
অতঃপর তোমরা আসবে
أَفْوَاجًا
দলে দলে

সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,

ব্যাখ্যা

وَفُتِحَتِ
এবং সেদিন উন্মুক্ত করা হবে
ٱلسَّمَآءُ
আকাশ
فَكَانَتْ
অতঃপর তা হবে
أَبْوَٰبًا
অনেক দরজা

আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।

ব্যাখ্যা

وَسُيِّرَتِ
এবং চালিয়ে দেয়া হবে
ٱلْجِبَالُ
পাহাড়গুলো
فَكَانَتْ
অতঃপর তা হবে
سَرَابًا
মরীচিকা

আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।

ব্যাখ্যা