Skip to main content
bismillah

إِذَا
যখন
ٱلسَّمَآءُ
আকাশ
ٱنفَطَرَتْ
ফেটে যাবে

যখন আসমান ফেটে যাবে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْكَوَاكِبُ
তারাগুলো
ٱنتَثَرَتْ
বিক্ষিপ্ত হবে

যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْبِحَارُ
সাগরগুলো
فُجِّرَتْ
উথলে উঠবে

সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْقُبُورُ
কবরগুলো
بُعْثِرَتْ
উন্মোচিত হবে

যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,

ব্যাখ্যা

عَلِمَتْ
জানবে
نَفْسٌ
প্রত্যেক ব্যক্তি
مَّا
যা
قَدَّمَتْ
সে আগে পাঠিয়েছে
وَأَخَّرَتْ
এবং পিছনে ছেড়েছে

তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।

ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا
হে
ٱلْإِنسَٰنُ
মানুষ
مَا
কিসে
غَرَّكَ
তোমাকে ধোঁকা দিয়েছে
بِرَبِّكَ
তোমার রবের ব্যাপারে
ٱلْكَرِيمِ
মহান

হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?

ব্যাখ্যা

ٱلَّذِى
যিনি
خَلَقَكَ
তোমাকে সৃষ্টি করেছেন
فَسَوَّىٰكَ
অতঃপর তোমাকে সুঠাম করেছেন
فَعَدَلَكَ
অতঃপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।

ব্যাখ্যা

فِىٓ
মধ্যে
أَىِّ
যে
صُورَةٍ
আকৃতিতে
مَّا
(যা) যেমন
شَآءَ
তিনি চেয়েছেন
رَكَّبَكَ
তোমাকে গঠন করেছেন

তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।

ব্যাখ্যা

كَلَّا
কখনও নয়
بَلْ
বরং
تُكَذِّبُونَ
তোমারা মিথ্যা মনে করছ
بِٱلدِّينِ
শেষ বিচারকে

না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;

ব্যাখ্যা

وَإِنَّ
এবং নিশ্চয়ই
عَلَيْكُمْ
তোমাদের উপর
لَحَٰفِظِينَ
সংরক্ষক দল অবশ্যই (আছে)

অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল ইনফিতার
القرآن الكريم:الإنفطار
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Infitar
সূরা না:82
আয়াত:19
মোট শব্দ:80
মোট অক্ষর:327
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:82
শ্লোক থেকে শুরু:5829